ভ্রমণের সময় ব্যাগে যা যা সঙ্গে রাখা উচিত

একদিনের ট্রিপ হোক বা কয়েক দিনের, ব্যাগ তো সঙ্গে নিতে হয়। প্রতি বার আমরা নতুন করে লিস্ট বানাই। তারপরও অনেক সময়, কিছু না কিছু ফেলে যাই।
ছুটি পেলে এখন সবাই পাহাড় বা সমুদ্রের টানে বেরিয়ে পড়ে। রাঙ্গামাটি, বান্দরবন, কক্সবাজার, বা সিলেট পেরিয়ে কেউ কেউ বার চলে যায় বিদেশে। এছাড়াও লম্বা ছুটিতে গেলে নানা কারণে যেকেউ অসুস্থ হয়ে পড়তে পারে। মাঝে মাঝে কখনও দুর্ঘটনার শিকারও হতে হয়। তাই সাধারণ ভ্রমণের জিনিসপত্রের পাশাপাশি কিছু অতিরিক্ত গুরুত্বপূর্ণ জিনিসও সঙ্গে রাখা উচিত।
তাই যেকোনো ভ্রমণের আগে পুরোপুরি ব্যাগপ্যাক তৈরি করা জরুরি। সবকিছু হাতের নাগালে থাকলে ভ্রমণ হবে আরামদায়ক, ঝামেলামুক্ত আর একদম স্ট্রেস ফ্রি।
সঠিক ট্রাভেল ব্যাগ নির্বাচন

ভ্রমণের আগে ব্যাগ বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ। দূরের স্থান ভ্রমণের জন্য শক্ত ও বড় ব্যাগ বেছে নিন, যাতে সব জিনিসপত্র সহজে রাখা যায়। কাছের ভ্রমণের জন্য ছোট ব্যাগই যথেষ্ট। যে ধরনের ব্যাগই নেন না কেন, কেনার আগে পরীক্ষা করুন – চাকা মসৃণভাবে ঘুরছে কি না এবং হ্যান্ডেলের দৈর্ঘ্য আপনার উচ্চতার সঙ্গে মানানসই কি না।
ব্যাগের আকার আপনার ট্রাভেল প্ল্যানিং এর সঙ্গে মানানসই হওয়া উচিত। ওয়াটারপ্রুফ ব্যাগ বেছে নিলে ঝামেলা কম হয়। ব্যাগের চেইন খোলা ও বন্ধ করার সময় সতর্ক থাকুন, এবং বাড়তি নিরাপত্তার জন্য লক ব্যবহার করা বুদ্ধিমানের কাজ। এছাড়া, ব্যাগের কাঁধের স্ট্র্যাপগুলো আরামদায়ক কি না, তা পরীক্ষা করে নিন।
সঠিক ব্যাগ নির্বাচন করলে যাত্রা হবে আরামদায়ক।
ভ্রমণের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নেওয়া

ভ্রমণে যাওয়ার আগে কিছু বেসিক জিনিস সঙ্গে রাখলে অনেক সুবিধা পাওয়া যায়। প্রথমেই সানগ্লাস,সানস্ক্রিন ব্যাগে রাখুন। সূর্যের আলোয় চোখ ও ত্বক সুরক্ষিত রাখার জন্য এগুলো খুব জরুরি। যদি ছোটদের সঙ্গে ভ্রমণ করেন, তাদের জন্য কিছু পছন্দের খেলনা সঙ্গে রাখুন, তবে দুই-তিনটির বেশি নয় ।এতে ব্যাগে জায়গা কম লাগবে এবং ভ্রমণের সময় সহজ হবে।
কিছু হালকা স্ন্যাক্সও সঙ্গে রাখুন। সহজে বহনযোগ্য খাবার যেমন ফল, স্যান্ডউইচ বা শুকনো খাবার। ছুটি বা ট্রিপে হোটেল থেকে টুথব্রাশ, টুথপেস্ট বা অন্যান্য প্রয়োজনীয় জিনিস পাওয়া যাবে কি না, সেটা আগে জেনে নিন। যদি না পাওয়া যায়, তাহলে বাড়তি করে এগুলো সঙ্গে নেওয়া ভালো। একটা ছাতা রাখতে ভুলবেন না , আপনাকে রোদ কিংবা বৃষ্টি থেকে বাঁচাতে কাজে দিবে এই ছাতা। ছোট ছোট জিনিস যেমন ওয়েট টিস্যু, লিপবাম বা স্যানিটাইজার সবসময় হাতে রাখলে ভ্রমণ অনেক আরামদায়ক হয়।
মেকআপ ও ব্যক্তিগত যত্ন

ব্যক্তিগত যত্নের জন্য ব্যাগে রাখুন হালকা কিছু মেকআপ এবং কেয়ার প্রোডাক্ট। যেমন প্রাইমার, কনসিলার, ছোট কমপ্যাক্ট পাউডার, কাজল, লিপস্টিক, ব্লাশন, ময়েশ্চারাইজার, লোশন, পারফিউম, চিরুনি, ওয়েট টিস্যু এবং লিপবাম। হালকা বা গাঢ় রঙের লিপস্টিক সবসময় সঙ্গে রাখুন, যাতে যেকোনো পোশাকের সঙ্গে মানিয়ে যায়। ছেলেদের জন্য বডি স্প্রে বা ক্রিম থাকলে সুবিধা হয়। ফেসওয়াশ রাখতে ভুলবেন না, সারাদিনের ঘোরাঘুরি শেষে নিজের ফেস পরিষ্কার রাখার জন্য উপযোগী। নিজের বা পরিবারের কথা মাথায় রেখে সুগন্ধি সাবান রাখুন গোসলের জন্য।
কিছু হালকা স্ন্যাক্সও সঙ্গে রাখুন। সহজে বহনযোগ্য খাবার যেমন ফল, স্যান্ডউইচ বা শুকনো খাবার। ছুটি বা ট্রিপে হোটেল থেকে টুথব্রাশ, টুথপেস্ট বা অন্যান্য প্রয়োজনীয় জিনিস পাওয়া যাবে কি না, সেটা আগে জেনে নিন। যদি না পাওয়া যায়, তাহলে বাড়তি করে এগুলো সঙ্গে নেওয়া ভালো। একটা ছাতা রাখতে ভুলবেন না , আপনাকে রোদ কিংবা বৃষ্টি থেকে বাঁচাতে কাজে দিবে এই ছাতা। ছোট ছোট জিনিস যেমন ওয়েট টিস্যু, লিপবাম বা স্যানিটাইজার সবসময় হাতে রাখলে ভ্রমণ অনেক আরামদায়ক হয়।
ডকুমেন্ট ও নগদ টাকা

দেশের বাইরে ঘুরতে গেলে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এবং গুরুত্বপূর্ণ নথির ই-মেইল কপি সঙ্গে রাখুন। সব জায়গায় অনলাইন পেমেন্ট নাও হতে পারে, তাই পর্যাপ্ত নগদ টাকা সঙ্গে রাখা ভালো।
ভ্রমণে যে গ্যাজেটগুলো অবশ্যই সঙ্গে থাকা উচিত

ভ্রমণে আরাম নিশ্চিত করতে কিছু গ্যাজেট সঙ্গে নেওয়া খুবই জরুরি। গান বা পছন্দের মিউজিক উপভোগ করতে নয়েজ ক্যান্সেলিং হেডফোন খুব কাজে দেয়। বন্ধুদের সঙ্গে আড্ডা বা হালকা পার্টির জন্য পোর্টেবল স্পিকার উপযোগী, তবে ওয়াটার রেজিস্ট্যান্ট এবং দীর্ঘ ব্যাটারির স্পিকার বেছে নিলে সুবিধা বেশি পাওয়া যায়। মোবাইল, ল্যাপটপ বা ক্যামেরা চার্জ করার জন্য মাল্টিপয়েন্ট অ্যাডাপ্টার এবং ইউএসবি মাল্টি চার্জার রাখা জরুরি, বিশেষ করে ভিন্ন দেশে গেলে সকেটের মিল না থাকলে বেশ ঝামেলায় পড়তে হয়। সবসময় শক্তিশালী পাওয়ার ব্যাংক সঙ্গে রাখলে পাহাড় বা সমুদ্রে ভ্রমণে ডিভাইস চার্জ নিয়ে চিন্তা করতে হয় না। শেষমেশ, বিভিন্ন চার্জার ও ক্যাবল রাখার জন্য ক্যাবল ব্যাগ থাকা ভালো। এতে সবকিছু গুছিয়ে রাখা যায় এবং প্রয়োজনের সময় সহজেই পাওয়া যায়। এই সব গ্যাজেট ভ্রমণকে করে তোলে আরামদায়ক এবং ঝামেলামুক্ত।
হঠাৎ প্রয়োজন হতে পারে এমন মেডিসিন প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম রাখুন

ভ্রমণে আরাম নিশ্চিত করতে কিছু গ্যাজেট সঙ্গে নেওয়া খুবই জরুরি। গান বা পছন্দের মিউজিক উপভোগ করতে নয়েজ ক্যান্সেলিং হেডফোন খুব কাজে দেয়। বন্ধুদের সঙ্গে আড্ডা বা হালকা পার্টির জন্য পোর্টেবল স্পিকার উপযোগী, তবে ওয়াটার রেজিস্ট্যান্ট এবং দীর্ঘ ব্যাটারির স্পিকার বেছে নিলে সুবিধা বেশি পাওয়া যায়। মোবাইল, ল্যাপটপ বা ক্যামেরা চার্জ করার জন্য মাল্টিপয়েন্ট অ্যাডাপ্টার এবং ইউএসবি মাল্টি চার্জার রাখা জরুরি, বিশেষ করে ভিন্ন দেশে গেলে সকেটের মিল না থাকলে বেশ ঝামেলায় পড়তে হয়। সবসময় শক্তিশালী পাওয়ার ব্যাংক সঙ্গে রাখলে পাহাড় বা সমুদ্রে ভ্রমণে ডিভাইস চার্জ নিয়ে চিন্তা করতে হয় না। শেষমেশ, বিভিন্ন চার্জার ও ক্যাবল রাখার জন্য ক্যাবল ব্যাগ থাকা ভালো। এতে সবকিছু গুছিয়ে রাখা যায় এবং প্রয়োজনের সময় সহজেই পাওয়া যায়। এই সব গ্যাজেট ভ্রমণকে করে তোলে আরামদায়ক এবং ঝামেলামুক্ত।
ট্রেকিং ও পাহাড়ি ভ্রমণের উপকরণ

পাহাড়ি ভ্রমণ বা ট্রেকিংয়ে গেলে শুধু সাধারণ ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়লেই হবে না, সঙ্গে রাখতে হবে কিছু স্পেশাল জিনিস। মজবুত হাইকিং বুট পায়ের আরাম আর সাপোর্ট নিশ্চিত করে, আর লিকেজপ্রুফ পানি বোতল আপনাকে রাখবে হাইড্রেটেড। রাতে ক্যাম্পিংয়ের জন্য হালকা ও ওয়াটারপ্রুফ টেন্ট, পলিথিন বা গ্রাউন্ড শিট ভেজা মাটি থেকে বাঁচতে সাহায্য করবে। হ্যামক নিয়ে গেলে পথে বিশ্রামের সময়টা হয়ে উঠবে আরও রিল্যাক্সিং। আবার অন্ধকারে চলার জন্য টর্চ বা হেডল্যাম্প রাখাটা একেবারেই জরুরি। আর ছোটখাটো দুর্ঘটনা বা অসুস্থতার জন্য ব্যাগে অবশ্যই থাকতে হবে ফার্স্ট এইড কিট। সব মিলিয়ে, পাহাড়ি ট্রেকিংকে নিরাপদ আর ঝামেলাহীন করতে এসব জিনিসপত্র কিন্তু মাস্ট-হ্যাভ।
ভ্রমণ হোক ঝামেলামুক্ত

ভ্রমণের প্ল্যান শুরু হয় ব্যাগ গোছানো থেকে।কোন ব্যাগ নেবেন, কী কী সঙ্গে রাখবেন, প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম, ট্রেকিংয়ের জন্য বিশেষ গিয়ার কিংবা ক্যাম্পিংয়ের উপকরণ – সব ঠিকঠাক হলে ট্রাভেল হয় বেশি স্মুথ। কিন্তু আসল যাত্রা শুরু হয় ফ্লাইট টিকিট বা হলিডে প্যাকেজ বুক করার মুহূর্ত থেকে।
সেই বুকিংটাই করে নিন একদম ঝামেলাহীনভাবে Firsttrip.com থেকে! সাথে পাচ্ছেন –
- সহজ আর দ্রুত ফ্লাইট টিকিট বুকিং
- পছন্দমতো হলিডে প্যাকেজ
- এক্সক্লুসিভ ডিসকাউন্ট ও বিশেষ অফার
- আর ২৪/৭ ডেডিকেটেড কাস্টমার সাপোর্ট
তাহলে আর দেরি কেন? এখনই আপনার ভ্রমণের প্রস্তুতি নিন, আর টিকেট কিংবা হলিডে প্যাকেজ বুকিং করুন Firsttrip.com থেকে।