Reset Password

Your search results
September 4, 2025

ব্যাংককে সেরা ১০ এক্সপেরিয়েন্স যা মিস করা যাবে না

Big Buddha of Wat Paknam Phasi Charoen in Bangkok, Thailand.

সারা বিশ্বের ভ্রমণপিপাসুদের কাছে বছরের পর বছর ধরে ব্যাংকক এক চিরচেনা নাম। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। থাইল্যান্ড গেলে অন্তত ২-৩ দিন ব্যাংককের জন্য সময় বের করা উচিত। পরিবার, বন্ধু, বা হানিমুন – যেভাবেই যান না কেন, ব্যাংককের এক্সপেরিয়েন্স আপনার ভ্রমণকে করবে আরও স্মরণীয়।

এখানকার সুস্বাদু থাই খাবার কিংবা ইতিহাস সংস্কৃতি আপনার ভ্রমনকে করে তুলবে আকর্ষনীয়। তাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি ব্যাংককের ১০টি সেরা এক্সপেরিয়েন্স। যারা প্রথমবারের মতো কিংবা স্বল্প সময়ের  জন্য ব্যাংককে যাবেন আশাকরি তারা কোনভাবে মিস করবেন না এই ১০ টি অভিজ্ঞতা।

১. ব্যাংকক ক্যানেল ট্যুর

Bangkok canal tour

দিনের বেলা ব্যাংককের ব্যস্ততা থেকে একটু ভিন্ন অভিজ্ঞতা পেতে চাইলে ব্যাংকক ক্যানেল ট্যুর একদম পারফেক্ট অপশন আপনার জন্য। এই ট্যুরে আপনি দুই ঘণ্টার জন্য লংটেইল বোটে করে শহরের ছোটখাটো খাল এবং চাও ফ্রায়া নদী ঘুরে দেখতে পারবেন। এই ট্যুরে সবচেয়ে আকর্ষণীয় হলো ওয়াট অরুণ টেম্পেলের সৌন্দর্য। বিদেশি পর্যটকদের জন্য প্রবেশ মূল্য ২০০ থাই বাত। এছাড়াও নদীর ধারে ছোট ছোট থাই ঘরবাড়ি, মার্কেট এবং স্থানীয় মানুষের জীবনযাত্রা সবকিছুই নিয়ে আপনাকে একেবারে রিয়েল থাইল্যান্ডের অভিজ্ঞতা দিবে। লংটেইল বোট ছোট জেটি বা বাজারে থামলে, আপনি ছবি তুলতে পারবেন বা স্থানীয় স্টল থেকে থাই ফুড টেস্ট করতে পারবেন। খরচ সাধারণত ৫০০–৮০০ THB পড়বে জনপ্রতি, প্রাইভেট বোট হলে খরচ একটু বেশি হতে পারে। Tha Tian Pier থেকে বোটে চড়ে আপনার ট্যুর শুরু করতে পারবেন। টিকেট সরাসরি কাউন্টার থেকে বা অনলাইনে এর মাধ্যমে কিনে নেওয়া যায়।

লোকেশন – Google Map

২. সি লাইফ ব্যাংকক ওশান ওয়ার্ল্ড

Sea Life Bangkok Ocean World

আপনি ব্যাংককের মাঝে হঠাৎই যদি এক বিশাল সমুদ্রের জগতে ঢুকে পড়তে চান, তাহলে সি লাইফ ব্যাংকক ওশান ওয়ার্ল্ড হবে আপনার জন্য পারফেক্ট জায়গা। সিয়াম প্যারাগন মলের বেইসমেন্টে অবস্থিত এই আকর্ষণটি দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বড় অ্যাকুয়ারিয়াম। এখানে বিশাল আন্ডারওয়াটার টানেলের ভিতর দিয়ে আপনি হাঁটতে হাঁটতে মাথার উপর দেখতে পারবেন সাঁতার কাটছে হাঙর, রে ফিশ, আর রঙ-বেরঙের মাছ।

শুধু তাই নয়, এখানে আছে পেঙ্গুইন, কচ্ছপ, সিহর্স, জেলিফিশ, এমনকি বিরল প্রজাতির সামুদ্রিক প্রাণীও। যারা ফ্যামিলি বা বাচ্চাদের নিয়ে ব্যাংকক ঘুরতে যাচ্ছেন, তাদের জন্য এটা একটা মাস্ট-ভিজিট স্পট। বাচ্চাদের জন্য এডুকেশনাল শো, ফিডিং সেশন আর ইন্টারঅ্যাকটিভ এক্সপেরিয়েন্সও আছে। 

প্রবেশমূল্য সাধারণত ১২০০–১৫০০THB , তবে বাচ্চাদের জন্য কিছুটা কম, আর অনলাইনে বিভিন্ন সাইট থেকে টিকিট কিনলে ডিসকাউন্টও পাওয়া যায়। যাতায়াতের জন্য সবচেয়ে সুবিধাজনক হলো BTS স্কাইট্রেন ধরে সিয়াম স্টেশনে নামা। এখানে অন্তত ২ থেকে ৩ ঘণ্টা সময় রাখলে ভালোভাবে ঘোরাঘুরি সম্ভব। ভিড় এড়িয়ে শান্তিতে ঘুরতে চাইলে সকালে চলে যাওয়া সবচেয়ে ভালো। 

লোকেশন – Google Map 

৩. পাপায়া ভিনটেশজ শপ

Papaya Vintage Shop

ব্যাংককের Ladprao এলাকায় অবস্থিত পাপায়া ভিনটেশজ শপ। এটি একধরনের ট্রেজার হাউস, যেখানে ঢুকলেই মনে হবে যেন কোনো সিনেমার সেটে এসে পড়েছেন। কয়েকতলা জুড়ে সাজানো আছে অসংখ্য ভিনটেজ আসবাবপত্র, ক্ল্যাসিক ফার্নিচার, পুরনো ক্যামেরা, টেলিভিশন, ফোন থেকে শুরু করে রেট্রো সাইনবোর্ড, মিউজিক ইন্সট্রুমেন্ট, এমনকি লাইফ-সাইজ মডেল আর আর্ট ইনস্টলেশনও চোখে পড়বে।

এখানকার বিশেষত্ব হলো প্রত্যেকটা আইটেম এত নিখুঁতভাবে সাজানো যে দোকান নয়, বরং একে ছোট্ট একটা মিউজিয়ামের মতো মনে হবে আপনার কাছে। ভিনটেজ কালেকশনপ্রেমীদের জন্য তো বটেই, ফটোগ্রাফি আর ইনস্টাগ্রাম লাভারদের কাছেও জায়গাটা যেন মাস্ট ভিজিট প্লেস। দাম তুলনামূলকভাবে বেশি, কারণ বেশিরভাগ জিনিসই কালেক্টরস আইটেম। তবে ঘুরে দেখা বা ছবি তোলার জন্যও এটি দারুণ এক স্পট। ভিন্নরকম অভিজ্ঞতার জন্য অবশ্যই ঘুরে আসা উচিত পাপায়া ভিনটেশজ শপ।  প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৭টা পর্যন্ত খোলা থাকে।

লোকেশন – Google Map 

৪. চাও ফ্রায়া নদীর রিভার ক্রুজে ডিনার

Chao Phraya River Sunset Dinner Cruise

ব্যাংককে ভ্রমণের সবচেয়ে রোমান্টিক আর লাক্সারি অভিজ্ঞতাগুলোর মধ্যে অন্যতম হলো চাও ফ্রায়া নদীতে রিভার ক্রুজ ডিনার। রাতে যখন পুরো শহর আলোয় ঝলমল করে ওঠে, তখন লংটেইল বোট নয়, বরং বড় ও আধুনিক ক্রুজে বসে নদীর ধারে ডিনার করা সত্যিই অন্যরকম এক্সপেরিয়েন্স। 

ক্রুজ চলতে থাকে ধীরে ধীরে চাও ফ্রায়া নদীর ওপর দিয়ে, আর সেই সঙ্গে একের পর এক আইকনিক ল্যান্ডমার্ক চোখের সামনে ভেসে ওঠে। আপনি ক্রুজের বসে উপভোগ করতে পারবেন গ্র্যান্ড প্যালেস, ওয়াট আরুন (Temple of Dawn), ওয়াট ফো, এর চোখ ধাঁধানো সৌন্দর্য। ক্রুজে সাধারণত বুফে ডিনারের ব্যবস্থা থাকে, যেখানে থাই ট্র্যাডিশনাল ফুড থেকে শুরু করে ইন্টারন্যাশনাল ডিস পর্যন্ত সবকিছুই থাকে। অনেক ক্রুজে আপনি লাইভ মিউজিক, ড্যান্স পারফরম্যান্স বা সাংস্কৃতিক শোও উপভোগ করতে পারবেন। সাধারণত প্রতিজন ১,২০০–২,৫০০ THB এর মধ্যে খরচ হয়ে থাকে। ক্রুজের ধরন ও প্যাকেজ অনুযায়ী খরচ ভিন্ন হতে পারে। টিকেট আগেভাগে অনলাইনে বুক করা ভালো, এতে করে ভালো সিট, বিশেষ করে রিভার-ভিউ সিট নিশ্চিত পাওয়া যায়। সাধারণত প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা/৯:৩০ পর্যন্ত এই ক্রুজ চলমান থাকে।

লোকেশন – Google Map

৫. কিং পাওয়ার মহানখোঁ স্কাইওয়াক

ব্যাংককের সবচেয়ে আকর্ষণীয় আধুনিক ল্যান্ডমার্কগুলোর মধ্যে অন্যতম হলো কিং পাওয়ার মহানখোঁ (King Power Mahanakhon)। এটি থাইল্যান্ডের সবচেয়ে উঁচু স্কাইস্ক্র্যাপারগুলোর একটি, পিক্সেল নকশার জন্য অনেকের কাছে “Pixel Tower” নামেও পরিচিত। পর্যটকদের প্রধান আকর্ষণ হলো এর Mahanakhon SkyWalk, যেখানে দাঁড়িয়ে পুরো ব্যাংকক শহরের ৩৬০-ডিগ্রি ভিউ উপভোগ করা যায়।

স্কাইওয়াকের সবচেয়ে রোমাঞ্চকর অংশ হলো Glass Tray। আপনার যদি উচ্চতা ভয় বা অ্যাক্রোফোবিয়া না থাকে এই ভবনের ৭৮ তলায় স্বচ্ছ কাঁচের ফ্লোরে দাঁড়িয়ে উপর থেকে নিচের শহর দেখা আপনার জন্য হতে পারে অ্যাডভেঞ্চারাস অভিজ্ঞতা। সূর্যাস্তের সময় এখানে গেলে পুরো ব্যাংককের আকাশ সোনালি আলোয় ভেসে ওঠে, যা অসাধারণ ফটোস্পট। এছাড়া সবচেয়ে উপরের তলায় রয়েছে Rooftop Bar, যেখানে বসে ড্রিঙ্কস নিয়ে আলোকিত শহরের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। প্রাপ্তবয়স্কদের জন্য প্রায় ৮৮০–১,২০০ THB খরচ পড়বে তবে অনলাইনে কিনলে ডিসকাউন্ট পাওয়া যায়। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত খোলা থাকে তবে এন্ট্রির শেষ সময়  রাত ১১টা।

লোকেশন – Google Map 

৬. থাই ম্যাসেজ

ব্যাংককে ভ্রমণের একেবারে জনপ্রিয় এবং রিল্যাক্সিং অভিজ্ঞতা হলো থাই ম্যাসেজ। ব্যস্ত শহর ভ্রমণের পরে ক্লান্ত শরীরকে রিফ্রেশ করার জন্য এটি একেবারেই পারফেক্ট। ব্যাংককে প্রচুর স্পা এবং থেরাপি সেন্টার আছে, কিন্তু সবচেয়ে প্রামাণ্য ও জনপ্রিয় জায়গাগুলো হলো Let’s Relax Spa Treatment at Central World in Bangkok, Makkha Health and Spa Heritage Asoke Experience in Bangkok, এবং One More Thai Massage & Spa Experience at Chit Lom in Bangkok।

থাই ম্যাসেজ সাধারণত পুরো শরীরের পেশি আর জয়েন্ট রিলাক্স করার ওপর কেন্দ্রীভূত। কিছু স্পা বিশেষ ফিটনেস বা হেলথ প্যাকেজও অফার করে। খরচ সাধারণত ৭০০–১৫০০ THB, যা সার্ভিস এবং সময়ের উপর নির্ভর করে। অনেক স্পা অথোরাইজড এবং মেডিকেল এপ্রুভড, তাই নিরাপদে ম্যাসাজ উপভোগ করা যায়। সকালের সময় যাওয়া ভালো তবে সকাল থেকে রাত পর্যন্ত খোলা থাকে,তবে বিকেলের পর ভিড় বেশি থাকে।

৭. গ্র্যান্ড প্যালেস

Grand Palace and Wat Phra Kaew

ব্যাংককে ভ্রমণের একেবারে আইকনিক অভিজ্ঞতা হলো গ্র্যান্ড প্যালেস পরিদর্শন। এটি থাইল্যান্ডের রাজকীয় ইতিহাসের প্রাণকেন্দ্র, যেখানে ১৭৮২ সালে চক্রি রাজবংশের প্রতিষ্ঠার পর থেকে রাজপরিবারের সদর দপ্তর হিসেবে ব্যবহৃত হয়েছে। গ্র্যান্ড প্যালেসের মূল আকর্ষণ হলো Wat Phra Kaew, বা Emerald Buddha, যা থাইল্যান্ডের সবচেয়ে পবিত্র বৌদ্ধ মূর্তির একটি। এই রাজপ্রাসাদে জটিল স্থাপত্যশৈলী, সোনালি রঙের সাজসজ্জা এবং অসাধারণ সব চিত্রশিল্প একসাথে দেখে আপনি থাই ঐতিহ্যের এক অনন্য অভিজ্ঞতা পাবেন। 

পর্যটকদের জন্য প্রবেশমূল্য প্রায় ৫০০ THB। সকালেই গেলে ভিড় কম থাকে এবং পুরো স্থানটি শান্তভাবে ঘুরে দেখা যায়। এটি একটি পবিত্র স্থান তাই পবিত্রতা বজায় রাখুন। 

গ্র্যান্ড প্যালেস ঘুরে দেখার সময় Emerald Buddha, Chakri Maha Prasat Hall এবং রাজপ্রাসাদের বিভিন্ন হল ভালোভাবে ঘুরে দেখুন।

লোকেশন – Google Map

৮. চাতুচক উইকেন্ড মার্কেট

Chatuchak Weekend Market

থাইল্যান্ড গেলে ব্যাংককের সবচেয়ে বিখ্যাত চাতুচক উইকেন্ড মার্কেট অবশ্যই মিস করা যায় না। থাইল্যান্ডের রাজধানী সবসময়ই লোকসমাগমে পরিপূর্ণ, আর চাতুচক উইকেন্ড মার্কেট তার আয়তন দিয়ে সামলে যাচ্ছে সেই ভার। ৩৫ একর জায়গায় বিস্তৃত এই মার্কেটে প্রায় ১৫ হাজারের মতো দোকান রয়েছে, যেখানে প্রয়োজনের সবকিছুই পাওয়া যায় সস্তা দামে।

অনেক দোকানি সরাসরি তাদের স্থানীয় কারখানা থেকে জিনিস নিয়ে এসে খুচরা বিক্রি করেন। কেউ জামাকাপড়, জুতো, গয়না বিক্রি করেন, কেউ বা হাতের বানানো কারুশিল্প, হ্যান্ডিক্রাফট সাজিয়ে রেখেছেন। বাজারের গলিতে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেলে খাবারের জন্য রয়েছে Coconut Ice Cream, Pad Thai, Grilled Seafood এবং স্থানীয় মিষ্টান্ন। ভিড় অনেক বেশি হয়, তাই সকালেই যাওয়া ভালো, আর হালকা কাপড় ও আরামদায়ক জুতো পরা জরুরি।

মার্কেটের প্রবেশ বিনামূল্যে, তবে কেনাকাটার জন্য ক্যাশ সাথে রাখবেন। চাতুচক উইকেন্ড মার্কেট প্রতি সপ্তাহের শনি ও রোববার বসে। মার্কেটে যেতে মো চিট স্কাইট্রেন স্টেশন বা মেট্রোতে করে সুয়ান চাতুচক স্টেশনে নামতে পারেন, বা টুকটুকে চেপেও সরাসরি নামতে পারেন বাজারের সামনে। 

লোকেশন – Google Map 

৯. খাও সান রোড

Khao San Road

ব্যাংককের ভ্রমণে খাও সান রোড হলো একেবারে ব্যাকপ্যাকারদের হাব এবং স্ট্রিট ফুডের স্বর্গ। দিনের বেলা এখানের পরিবেশ বেশ শান্ত থাকে, কিন্তু রাত নামতেই রোডটি প্রাণবন্ত হয়ে ওঠে। রাত যখন গভীর হয় এখানের লাইভ মিউজিক, স্ট্রিট পারফরম্যান্স, ছোট বার ও রেস্তোরাঁগুলোতে মানুষের আনাগোনা বাড়তেই থাকে। রঙিন আলোতে ভরা এই রোডে মানুষজন বিভিন্ন ধরনের লোকাল কালচার এক্সপেরিমেন্ট করে।

খাও সান রোডে গেলে অবশ্যই ট্রাই করা উচিত Pad Thai, Mango Sticky Rice, Spring Rolls, এবং এমনকি Fried Insects, যারা সাহসী তাদের জন্য এটি এক বিশেষ অভিজ্ঞতা। রাতে গেলে পুরো রাস্তা আলোকিত এবং প্রাণবন্ত থাকে, তাই ছবি তোলার জন্যও এটি দারুণ একটি স্পট। স্ট্রিট ফুড সাধারণত ৫০–১৫০ THB এর মধ্য হয়ে থাকে, দাম খাবার অনুযায়ী কম বেশি হয়

লোকেশন – Google Map

১০. থাই বক্সিং ম্যাচ

Thai Boxing Match

ব্যাংকক ভ্রমণের আরেকটি অ্যাডভেঞ্চারাস অভিজ্ঞতা হলো থাই বক্সিং (Muay Thai) ম্যাচ দেখা। থাই বক্সিং (Muay Thai) ম্যাচ  থাইল্যান্ডের ঐতিহ্য এবং সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ। লম্বা ইতিহাস ও ট্র্যাডিশনাল রিং-রীতিতে খেলা হয়, যেখানে খেলোয়াড়রা রিংয়ে ভ্রমণকারীদের চোখ ধাঁধিয়ে দেওয়া ধাক্কা, লক ও কিকের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করে।

খেলা দেখার জন্য জনপ্রিয় স্টেডিয়ামগুলো হলো Rajadamnern Stadium এবং Lumpinee Stadium, যেখানে প্রতিদিনই দর্শকরা লাইভ ম্যাচ উপভোগ করতে পারেন। খরচ সাধারণত ৫০০–১৫০০ THB, সিট এবং ম্যাচের ধরণ অনুযায়ী। স্টেডিয়ামগুলোতে পৌঁছানো সহজ স্কাইট্রেন বা টুকটুকে ব্যবহার করে খুব সহজে পৌঁছানো যায়। খেলা দেখার সময় নিরাপদ দূরত্ব বজায় রাখুন।

যারা অ্যাকশন-প্যাকড অভিজ্ঞতা পছন্দ করেন, তাদের জন্য এটি ব্যাংকক ভ্রমণের “must-do” এক্সপেরিয়েন্স।

লোকেশন – Google Map

আপনার ভ্রমণ কীভাবে সহজ করে তুলবেন?

আজই আপনার থাইল্যান্ড ভ্রমণের পরিকল্পনা করুন Firsttrip-এর সাথে।

firsttrip.com থেকে সহজেই আপনার ফ্লাইট টিকেট বা হলিডে প্যাকেজ বুক করতে পারেন। বুকিং-এর সঙ্গে পাবেন বিশেষ অফার এবং ২৪/৭ ডেডিকেটেড কাস্টমার সাপোর্ট, যা আপনার ভ্রমণকে করে তুলবে স্বাচ্ছন্দ্যময় এবং ঝামেলামুক্ত। 

Share

Leave a Reply

Your email address will not be published.